কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের পর সীমানা নিয়ে দুই থানার ‘দ্বন্দ্ব’
রাজধানীর কারওয়ান বাজার মোড়ে রোববার রাত সাড়ে ৭টার দিকে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও ঘটনাস্থল কোন থানার আওতায়— তা নিয়ে তেজগাঁও ও কলাবাগান থানা একে অন্যের ওপর দায়িত্ব চাপিয়েছে।
তেজগাঁও থানা-পুলিশের দাবি, বিস্ফোরণটি কলাবাগান থানা এলাকায় ঘটেছে। অপরদিকে কলাবাগান থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ‘ঘটনাস্থল আমাদের নয়, তেজগাঁওয়ের মধ্যে পড়ে।’
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবালও একইভাবে বলেন, ‘এটি আমাদের এলাকার মধ্যে পড়ে না।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে