Views Bangladesh Logo

অবশেষে দুই ঘণ্টা পর ফার্মগেটের সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

দুই ঘণ্টা সড়ক অবরোধের পর অবশেষে ফার্মগেট থেকে সরে গেছেন তেজগাঁও কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়েন।

আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানারের (১৮) মৃত্যুর প্রতিবাদে ফার্মগেট মোড়সহ সংশ্লিষ্ট সড়ক অবরোধ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশ শিক্ষার্থী সকাল থেকেই টায়ার জ্বালিয়ে এবং নানা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। শিক্ষার্থীদের ব্যানারে লেখা ছিল—“তেজগাঁও কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ, মিছিল, মানববন্ধন। সাকিব হত্যার বিচার দাবি।”

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল রহমান জানান, সাকিবুল হত্যার মামলা হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করার আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ