তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেট অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ
ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা ঢাকার ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে।
প্রথমে কলেজের প্রধান ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করে। পরে তারা ফার্মগেট মোড়ে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসযাত্রীসহ হাজারো পথচারী ও যাত্রী ভোগান্তিতে পড়েন।
গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫), হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন।
আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও সাকিবুলের অবস্থার অবনতি হলে তাকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে বুধবার (১০ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ঘটনাটির পর থানায় মামলা হয়েছে। তিনি বলেন, “পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।”
তিনি আরও জানান, কলেজের প্রধান শিক্ষিকা ঘটনাস্থলে আসছেন। বুধবার প্রধান শিক্ষিকার দেওয়া বিবৃতিতে অসন্তোষ জানিয়ে শিক্ষার্থীরা আজকের অবরোধ কর্মসূচি শুরু করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে