অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় লিলিকে হত্যা করে মিলন: র্যাব
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় রেস্তোরাঁ মালিকের মেয়ে ফাতেমা আক্তার লিলি (১৭)–কে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করেছে কর্মচারী মিলন মল্লিক। এমন তথ্য জানিয়েছে র্যাব।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব-৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এসব তথ্য জানান।
এর আগে মামলার প্রধান আসামি মিলনকে বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তারের হত্যাকাণ্ডের পর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে তারা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ফাতেমার বাবার খাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিককে শনাক্ত করা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বাগেরহাট থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়।
লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
তিনি জানান, ফাতেমার পরিবার ছোট মেয়েকে ঢাকায় রেখে স্ত্রী ও অন্য সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি হবিগঞ্জে গেলে ফাঁকা বাসায় সুযোগ পেয়ে মিলন ফাতেমাকে অনৈতিক প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার দুপুরে ধারালো দা দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যা করা হয়।
র্যাব আরও জানায়, অভিযুক্ত মিলনের বিরুদ্ধে আগে থেকেই মাদক সংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯–এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে