৫০০ টাকার বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগে কিশোর গ্রেপ্তার
মৌলভীবাজারের কমলগঞ্জে ৫০০ টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬ বছর বয়সী ওই কিশোর অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের বাড়িতে স্থানীয় ছাত্রদল নেতা আব্দুর রহিম রাফির (২৬) মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা কেটে ফেলা হয়েছিল এবং শরীরে চাপাতি দিয়ে আঘাতের অনেকগুলো ক্ষত ছিল।
সোমবার (১১ আগস্ট) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) নোবেল চাকমা জানান, ঘটনার দিনই কমলগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহতের মা মনোয়ারা বেগম। প্রাথমিক তদন্তের পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাইকে আটক করে পুলিশ। পরে গোয়েন্দা প্রতিবেদন, ডিজিটাল প্রমাণ ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে তাকে তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত ও গ্রেপ্তার দেখানো হয়। নিজের অপরাধও স্বীকার করেছে ওই কিশোর।
পুলিশ জানায়, আগের রাতে ওই কিশোর বড় ভাই রাফির কাছে ৫০০ টাকা চাইলে ঝগড়ার জেরে এই হত্যার ঘটনা ঘটে। তার অভিযোগ, টাকা না দিয়ে তাকে অপমান করেন রাফি। পুলিশকে কিশোরটি জানিয়েছে, পরদিন সকাল সাতটার দিকে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে সে বিছানার নিচ থেকে ধারালো চাপাতি বের করে ঘুমন্ত ভাইয়ের ঘাড়ে বারবার আঘাত করতে থাকে। মৃত্যু নিশ্চিত হলে অস্ত্রটি ধুয়ে রক্তমাখা লুঙ্গিসহ লুকিয়ে রেখে স্বাভাবিক আচরণের চেষ্টা করে।
কিশোরের স্বীকারোক্তিতে তার বিছানার নিচ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও রক্তমাখা পোশাক জব্দ করেছে পুলিশ।
নোবেল চাকমা বলেন, এই হত্যার উদ্দেশ্য আর্থিক বিরোধের বাইরেও বিস্তৃত। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও রাফির কর্তৃত্ববাদী আচরণে ওই কিশোর তার ভাইয়ের প্রতি গভীর বিরক্ত ছিল বলেও পুলিশকে জানিয়েছে। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলেন রাফি। এতেও পরিবারটিতে ক্রমাগত দ্বন্দ্ব এবং ছোট ভাইয়ের সাথে সম্পর্কের টানাপড়েন চলছিল রাফির।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে