মঙ্গলবার থেকে ঢাকায় টিসিবির চার পণ্য বিক্রি শুরু
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পারিবারিক কার্ড কর্মসূচির পাশাপাশি রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাকে করে মসুর ডাল, সয়াবিন তেল, আলু এবং পেঁয়াজ বিক্রি শুরু করবে। মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে এ কার্যক্রম শুরু করবে টিসিবি। ফলে বর্তমান বাজার মূল্যের তুলনায় অর্ধেক দামে এসব পণ্য পাবেন সুবিধাভোগীরা।
সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ এসব কথা বলেন। তিনি জানান, “টিসিবি কার্ডের মাধ্যমে ঢাকার ১৩ লাখ পরিবারকে ন্যায্যমূল্যে পণ্য দেওয়া হচ্ছে। এ ছাড়া মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে ঢাকায় ২৫ থেকে ৩০টি ট্রাকে পণ্য বিক্রি করলে আরও ৯ হাজার পরিবার কম দামে পণ্য কিনতে পারবে। প্রতি ট্রাক থেকে ৩০০ জন পণ্য পাবেন। শুক্রবার এবং শনিবার ছাড়া প্রতিদিন এসব পণ্য বিক্রি হবে। বিভিন্ন জায়গায় আলাদা আলাদা দিন বরাদ্দ করা হয়েছে।”
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ট্রাকে পণ্য বিক্রি করা হবে উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন, “আমদানি বাড়ার পরিপ্রেক্ষিতে ট্রাকে করে পণ্য বিক্রির পরিধি আরও বাড়ানো হবে। টিসিবি পরিবার কার্ড হোল্ডাররা যাতে এসব ট্রাক থেকে পণ্য না কেনেন তা পর্যবেক্ষণ করা হবে।“
এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একজন ভোক্তা মাসে মাত্র একবার এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।
তপন কান্তি ঘোষ বলেন, “যে কেউ ২ কেজি করে মসুর, আলু, পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারেন। সেক্ষেত্রে প্রতি কেজি আলু ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি হবে।“
ডিম আমদানি প্রসঙ্গে তপন কান্তি ঘোষ বলেন, “২৫ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ৬২ হাজার ডিম আমদানি করা হয়েছে। আমাদের উদ্দেশ্য ডিম আমদানি নয়, ডিমের দাম কমানো। দাম কম হলে, আমদানি কম হলেও সমস্যা নেই।“
তবে বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আলু ও ডিম আমদানি করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, “ডিম ও আলু আমদানি করে আমরা উল্লেখযোগ্য ফল পেয়েছি। কোল্ড স্টোরেজ থেকে প্রতি কেজি আলু ২৭ টাকায় বিক্রি হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে কোল্ড স্টোরেজ থেকে আলু খালাস করা হবে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে