Views Bangladesh Logo

৩১ জানুয়ারি পর্যন্ত দাখিল করা যাবে আয়কর রিটার্ন

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২৯ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।

নিয়ম অনুযায়ী, চলতি নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে গুণতে হবে জরিমানা। সেই সঙ্গে মিলবে না বিভিন্ন ধরনের রেয়াতি সুবিধা। এজন্য প্রথমে এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের আয়কর বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ভিউজ বাংলাদেশকে বলেন, ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন না দিলে করদাতারা বেশ কিছু কর সুবিধা পাবেন না। এছাড়া রিটার্ন দাখিল না করলে রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার বা আয়কর সনদ না থাকলে ৪৩টি সেবা পাওয়ার সুযোগ নেই। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময় বৃদ্ধি করা হচ্ছে।

এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ রহিত করে চলতি বছর আয়কর আইন ২০২৩ পাস হয়েছে। ফলে নতুন আইন সম্পর্কে জানতে ও অভ্যস্থ হতে করদাতাদের সময় প্রয়োজন। এছাড়া প্রতি বছর আরও আগে আয়কর পরিপত্র জারি করে এনবিআর। কিন্তু এবার পরিপত্র জারি হয়েছে অনেক দেরিতে। এতে নতুন আইনের অনেক বিষয় বুঝতে ও হিসাব মেলাতে সময় লাগবে করদাতাদের। এজন্য রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

জানা গেছে, এরই পরিপ্রেক্ষিতে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বৃদ্ধির জন্য এনবিআর চেয়ারম্যানকে চিঠি দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। অন্যদিকে সময়সীমা দুই মাস বৃদ্ধির জন্য এনবিআরকে চিঠি দেয় আয়কর আইনজীবীদের সংগঠন ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন। সম্প্রতি এই দুই সংগঠন থেকে এ ব্যাপারে পৃথক চিঠি দেওয়া হয়।

এনবিআর সূত্র জানায়, চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিয়েছেন ১০ লাখ ৭০ হাজার ৮৯০ জন ব্যক্তি। আর ১ হাজার ৮০৬ জন কোম্পানি রিটার্নদাতা রিটার্ন জমা দিয়েছেন। টাকার অঙ্কে যার পরিমাণ ১ হাজার ৭৩৫ কোটি টাকা। এ ছাড়াও এ বছরের ১ জুলাই থেকে ২৬ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিয়েছেন ১৭ লাখ ৮ হাজার ৬১২ জন ব্যক্তি। এর পাশাপাশি ২২ হাজার ৪০ জন কোম্পানি রিটার্নদাতা রিটার্ন জমা দিয়েছেন। টাকার অঙ্কে যার পরিমাণ ৪ হাজার ৮৩ কোটি টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ