Views Bangladesh Logo

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় অংশ নেবেন তারেক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শুক্রবার (১৬ জানুয়ারি) নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় শুরু হবে সভাটি।

শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে তিনি বক্তব্য দেবেন না।

শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির হোসেন।

নাগরিক কমিটির ব্যানারে আয়োজন করা এ অনুষ্ঠানে রাজনীতিক, বিশিষ্ট নাগরিক এবং অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন।

নাগরিক সমাজের পক্ষে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ইতোমধ্যে আমন্ত্রণপত্র বিতরণ করেছেন।

শোকসভায় দেশের স্বনামধন্য সাংবাদিক, অধ্যাপক ও সাবেক সরকারি কর্মকর্তারা খালেদা জিয়ার স্মৃতিচারণ করবেন। সিনিয়র রাজনীতিকরা উপস্থিত থাকলেও বক্তব্য দেবেন না।

খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছিল। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে একদিন সাধারণ ছুটি ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ