Views Bangladesh Logo

তারেক রহমানের অপেক্ষায় বগুড়ার শাজাহানপুর, মাঝিড়ায় জনসমাগম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শনিবার (৩১ জানুয়ারি) বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের মাঝিড়ায় আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

তারেক রহমানকে একনজর দেখতে ও তার বক্তব্য শুনতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সকাল থেকেই মাঝিড়ায় জড়ো হতে শুরু করেন। ছোট-বড় মিছিল নিয়ে তারা ঢাকা–বগুড়া মহাসড়কের মাঝিড়া এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হন।

দলীয় সূত্রে জানা গেছে, রংপুরে জনসভা শেষে তারেক রহমান শুক্রবার রাতে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করেন। আজ সকালে সেখান থেকে বের হয়ে বগুড়া ত্যাগ করার পথে মাঝিড়ায় পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আজ বেলা ১১টা পর্যন্ত দেখা যায়, পথসভাস্থলে শাজাহানপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে উপস্থিত হচ্ছেন। অনেকেই ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে মিছিল সহকারে সভাস্থলে যোগ দেন। নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।

পথসভাকে কেন্দ্র করে মাঝিড়া এলাকায় অতিরিক্ত লোকসমাগম হওয়ায় ঢাকা–বগুড়া মহাসড়কে যান চলাচল ধীরগতিতে চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় বিএনপি নেতারা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শৃঙ্খলা রক্ষার চেষ্টা করছেন।

এদিকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পথসভার আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দলীয় নেতাদের আশা, তারেক রহমানের এই পথসভা শাজাহানপুর ও গাবতলী অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নির্বাচনী প্রচারণায় গতি আনবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ