Views Bangladesh Logo

রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে তারেক রহমানের আড্ডা, সঙ্গে ছিলেন জাইমা রহমান

গামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে যে নীতিগত ও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে, সেসব বিষয়ে ‘রিল মেকিং’ প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানটি রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক থেকে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে তরুণ বিজয়ীদের সঙ্গে নানা সামাজিক ও রাষ্ট্রীয় বিষয়ে খোলামেলা আলোচনা করেন তারেক রহমান ও জাইমা রহমান।

আড্ডার একপর্যায়ে তারেক রহমান তরুণদের কাছ থেকে জানতে চান, ভবিষ্যতে বিএনপি কোন কোন খাতে কাজ করতে পারে এবং রাষ্ট্র পরিচালনা নিয়ে তরুণদের প্রত্যাশা কী। তিনি বলেন, তরুণদের ভাবনা ও উদ্ভাবনী চিন্তাকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করতে চায় বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে তারেক রহমান বিভিন্ন নীতি প্রণয়নমূলক কার্যক্রমে অংশ নিয়ে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরেছেন, যা দেশজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে।

জানা গেছে, ‘আগামীর বাংলাদেশ’ নিয়ে জনগণের মতামত ও প্রস্তাব সংগ্রহের উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ে এক মিনিটের রিল তৈরি করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন।

জনমত জরিপে ৩০ শতাংশ এবং জুরি বোর্ডের মূল্যায়নে ৭০ শতাংশ নম্বরের ভিত্তিতে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ