পায়ে হেঁটে বাসা থেকে অফিসে তারেক রহমান
দেশে ফেরার দুই সপ্তাহ পর রাজধানীর রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
শুক্রবার বিকেলে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে হেঁটে তিনি গুলশান–২ নম্বরের ৮৬ নম্বর রোডে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, বিকাল পৌনে ৪টায় তারেক রহমান বাসা থেকে রওনা হন। পায়ে হেঁটে বিকাল ৪টা ৪ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।
দলীয় নেতারা জানান, হঠাৎ করেই পায়ে হেঁটে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন তারেক রহমান। এ কারণে তাঁর নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন।
কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত অবস্থায় তারেক রহমান কার্যালয়ে পৌঁছান। সে সময় তাঁর সঙ্গে ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম।
রাস্তায় যারা তাকে চিনতে পেরেছেন, তাদের অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান। \
দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাতা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের মধ্যেও তিনি নিয়মিত অফিস করছেন।
দলীয় সূত্র জানায়, বিদেশি রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতিদিনই তার বৈঠক হচ্ছে। পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম ও নেতাদের সঙ্গে বৈঠকেও ব্যস্ত সময় পার করছেন তিনি।
শুক্রবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।
এদিন রাত ৯টায় গুলশানের ওই কার্যালয়েই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে