Views Bangladesh Logo

আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ সফরে যাচ্ছন। দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
রাজশাহী ও রংপুর বিভাগব্যাপী বিএনপির চলমান নির্বাচনি সফরের অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়েছে।

জনসভায় সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক এবং মিডিয়া সেলের সদস্যসচিব এম দুলাল উদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের সফর ঘিরে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জনসভা সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

এদিকে জেলার ছয়টি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ বিরাজ করছে। জনসভা সফল করতে জেলা বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি আরও বলেন, বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ