Views Bangladesh Logo

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এ জেড এম জাহিদ হোসাইন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকার পূবালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসাইন বলেন, ‘তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে আসবেন। তার নেতৃত্বে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করার ষড়যন্ত্র রোধ করা হবে। আসন্ন নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা।’

তিনি আরও বলেন, ‘যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা ষড়যন্ত্র করছে। পতিত স্বৈরশাসকরা ব্যাকডোর কৌশলের মাধ্যমে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।’

বিএনপি নেতা আরও বলেন, ‘পিআর দাবিটি অবৈধ। সংবিধানকে ইচ্ছামতো বাতিল করা যায় না।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ