Views Bangladesh Logo

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের হাত ধরেই দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে। তার রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের মাধ্যমে দেশের মানুষ তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।

বিএনপি মহাসচিব বলেন, ২০০৬ সালের পর বাংলাদেশের একজন তরুণ ও সম্ভাবনাময় নেতা—যাকে আজ সমগ্র দেশের মানুষ এবং বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছে—সেই তারেক রহমান গতকাল দেশে ফিরে এসেছেন। তিনি ফিরে এসেছেন এক রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। সমগ্র বাংলাদেশ তাকে সংবর্ধনা জানিয়েছে। পুরো দেশ আজ আনন্দিত ও উচ্ছ্বসিত। জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে।


তিনি আরও বলেন, ২০০৬ সালের পর আজ ২০২৫ সালের ২৬ ডিসেম্বর তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব কম নেতার ভাগ্যেই জোটে। সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এটি একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। বাংলাদেশের রাজনৈতিক আকাশে সুবাতাস বইতে শুরু করেছে।

এদিকে সকাল থেকেই নেতা-কর্মীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ। নির্বাচনকেন্দ্রিক জটিলতাসহ দেশের সব ধোঁয়াশা তারেক রহমানের আগমনে কেটে গেছে বলে মনে করছেন বিএনপির নেতা-কর্মীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ