রাতেই বিমানযোগে সিলেট যাবেন তারেক রহমান
বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। বুধবার (২১ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন বিএনপির রাজনৈতিক উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।
রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহাদী আমিন বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার রাত ৮টা ১৫ মিনিটে তারেক রহমান বিমানযোগে সিলেট পৌঁছাবেন। গভীর রাতে তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে অংশ নেবেন। যাত্রাপথে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী পৌর পার্ক এলাকা এবং পরে নারায়ণগঞ্জের আড়াইহাজার/রূপগঞ্জ গাউছিয়া এলাকায় একাধিক নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। সফর শেষে গভীর রাতে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন।
মাহাদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের অবদান মূল্যায়নের অংশ হিসেবে তারেক রহমানের প্রতিটি সফরে পর্যায়ক্রমে ত্যাগী নেতাদের সফরসঙ্গী করা হবে। সিলেট সফরে তাঁর সঙ্গে থাকবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ, রাকিবুল ইসলাম রাকিবসহ একাধিক তরুণ নেতা।
এ সময় তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। বুধবার রাত ১২টা ১ মিনিটে ঢাকার একটি হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে