আজ রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার রাতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন। তিনি আজ রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
তিনি জানান, চট্টগ্রাম পৌঁছে তারেক রহমান সেখানেই রাত্রিযাপন করবেন। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশ নেবেন। এতে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও পরিবেশসহ বিভিন্ন খাতে বিএনপির নীতিমালা নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন তিনি।
এরপর তারেক রহমান চট্টগ্রাম পলগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। সমাবেশ শেষে যাত্রাপথে তিনি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।
মাহদী আমিন জানান, চট্টগ্রাম পর্ব শেষে তারেক রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোনাগাজী দিকবাজির মাঠ ও দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক তিনটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাজলামাঠেও একটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। দিনভর কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরবেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন ভারতের সঙ্গে বিএনপির চুক্তি সংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে উল্লেখ করেন। তিনি বলেন, এসব বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ নেই এবং এটি রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির অপকৌশল।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে তিনি বলেন, এ কার্ড দেওয়ার নামে কোথাও কেউ টাকা দাবি করলে তা অনাকাঙ্ক্ষিত ও প্রতারণা। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এসব কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে