Views Bangladesh Logo

ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। রোববার (তারিখ) সকালে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের দেওয়া তথ্যমতে, সকাল ১০টা ৫০ মিনিটে আবদুস সাত্তার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হন। বেলা ১১টা ১০ মিনিটে তিনি বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী ও বারিধারাসহ রাজধানীর অভিজাত এলাকা নিয়ে গঠিত। এর আগে আসনটিতে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। উল্লেখ্য, ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে যে তিনটি আসন বিএনপি ফাঁকা রেখেছিল, তার একটি ছিল ঢাকা-১৭।

বিএনপি সূত্র জানায়, শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এরপর দলের জ্যেষ্ঠ নেতারা তাকে ওই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে আন্দালিভ রহমান পার্থ ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নেন।

এ ছাড়া তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ