Views Bangladesh Logo

ময়মনসিংহে তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বেলা তিনটায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সার্কিট হাউস মাঠে তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের মঞ্চ। তার ভাষণ প্রচার করা হবে ৭০টি মাইকে। পাশাপাশি মঞ্চ থেকে দুটি এবং মঞ্চের দুই পাশ থেকে আরও দুটি এলইডি স্ক্রিনে ভাষণ দেওয়া দেখানো হবে। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। দলকে বিজয়ী করতে দিক-নির্দেশনা দিবেন আগামীর পথচলায়। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

এর আগে ২০০৪ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধির একটি কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহ এসেছিলেন তারেক রহমান।

স্থানীয় নেতারা বলছেন, জনসভায় তিন-চার লাখ মানুষের সমাগম ঘটবে। সোমবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। আর স্থানীয় নেতাকর্মীরা সকাল থেকে বিকালের মধ্যে সার্কিট হাউজ মাঠে জড়ো হবেন। সেভাবে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা।


ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘জনসভার সব প্রস্তুতি শেষ। আমরা আমাদের নেতাকে বরণ করতে সর্বোচ্চটুকু করেছি। সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগেই মিছিল নিয়ে মাঠে প্রবেশ করবে সবাই। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।’

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেন, ‘সড়কপথে এসে বিকাল ৩টায় তারেক রহমান সার্কিট হাউজের সমাবেশে যোগ দেবেন। এর আগে ২০০৪ সালে তারেক রহমান এসেছিলেন। তার আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বসিত। সার্কিট হাউজ মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। সেভাবে সব প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। মাঠে সুপেয় পানির ব্যবস্থা থাকবে, পুরো সমাবেশস্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে। আমরা আশা করছি সফল একটি সমাবেশ হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ