দেশে ফেরার পর প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ দলের নেতাকর্মীরা।
বিষয়টি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, ২০০৮ সালে গুলশানের এই কার্যালয়টি চালু হওয়ার পর তারেক রহমান কখনো কারাগারে, আবার কখনো নির্বাসনে ছিলেন। ফলে সশরীরে এই কার্যালয়ে এটিই তাঁর প্রথম সফর।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গুলশান কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এর আগে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। এরপর কয়েক দিনে তিনি বিমানবন্দর এলাকায় সংবর্ধনা গ্রহণ, এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যাওয়া, শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত, নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করা এবং ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী ও পিলখানার শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারতসহ ব্যস্ত সময় কাটান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে