Views Bangladesh Logo

টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

নীতিগতভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয়, তাহলে ভবিষ্যতে তার দল নিষিদ্ধ হবে না—এর কোনো নিশ্চয়তা নেই। তবে অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তির বিষয়ে তিনি আপসহীন অবস্থানের কথা জানান।

টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি দেশের ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনীতি, পরিবেশ, পররাষ্ট্রনীতি ও রাজনীতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

পরিবেশ রক্ষার পরিকল্পনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় ১২ হাজার মাইল খাল খননের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বছরে পাঁচ কোটি গাছ রোপণ এবং ঢাকার বায়ুদূষণ কমাতে ৫০টি নতুন সবুজ এলাকা তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দেশের মানুষের স্বার্থ রক্ষাই তার প্রথম অগ্রাধিকার। একই সঙ্গে দিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তিনি সচেষ্ট থাকবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং বোয়িং বিমান ও জ্বালানি অবকাঠামো কেনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের পরিকল্পনার কথা জানান তিনি।

স্বাস্থ্য ও শিক্ষা খাতে পরিকল্পনার বিষয়ে তারেক রহমান বলেন, বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবা উন্নত করা হবে এবং কারিগরি শিক্ষার মাধ্যমে শ্রমিকদের দক্ষ করে তোলায় গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, নিজের পরিকল্পনার ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারলেও জনগণের সমর্থন পাওয়া যাবে বলে তিনি বিশ্বাস করেন।

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও টাকার মান কমে যাওয়ার প্রেক্ষাপটে বিনিয়োগ বৃদ্ধি ও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি সবচেয়ে জরুরি। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করছে, অথচ বেকারত্বের হার ১৩.৫ শতাংশ বলে তিনি উল্লেখ করেন।

অতীতে তার বিরুদ্ধে দুর্নীতি ও অপশাসনের অভিযোগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, এসব অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের বড় দায়িত্ব রয়েছে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই তার লক্ষ্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ