Views Bangladesh Logo

বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান


গুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে বৃহস্পতিবার রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে পথসভা শেষে তিনি শহরের হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের হুইলচেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তারেক রহমান। ডা. জোবাইদা রহমানের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কথা মনোযোগ দিয়ে শোনেন।

অনুষ্ঠান শেষে তিনি হোটেল নাজ গার্ডেন থেকে বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন। পরে বগুড়ার মহাস্থানগড়ে গিয়ে শাহ সুলতান বলখী (রহ.)–এর মাজার জিয়ারত ও দোয়া করেন।

এরপর শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। জনসভা শেষে তিনি শিবগঞ্জ থেকে সড়ক পথে রংপুরের উদ্দেশ্যে রওনা হন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ পর রংপুর সফরে যাচ্ছেন তারেক রহমান। সেখানে তিনি পীরগঞ্জ উপজেলায় গিয়ে জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ