আজ সিলেটে যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সিলেটে পৌঁছাবেন। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
দলীয় সূত্র জানায়, আজ বিকেলে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দরের কাছাকাছি একটি পাঁচ তারকা হোটেলে তিনি রাত যাপন করবেন।
বৃহস্পতিবার সকালে তিনি হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করবেন। এরপর সকাল ১১টায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এটি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রথম বড় জনসভা।
যুক্তরাজ্যে অবস্থানকালে বিভিন্ন অনুষ্ঠানে তারেক রহমান সিলেটকে তার ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেছিলেন। তার শ্বশুরবাড়িও সিলেটে অবস্থিত। প্রায় দুই দশক পর তিনি সিলেট সফরে যাচ্ছেন। এই সময়ের মধ্যে প্রায় ১৭ বছর তিনি যুক্তরাজ্যে ছিলেন। সর্বশেষ তিনি যখন সিলেটে এসেছিলেন, তখন বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের সর্বোচ্চ অভিভাবক ও চেয়ারম্যান হিসেবে সিলেটে আসছেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পথে তারেক রহমানকে বহনকারী বিমানটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি সেদিন বিমানের ভেতরেই অবস্থান করেন এবং পরে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
তারেক রহমানের সফরকে ঘিরে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। জনসভা সফল করতে প্রতিদিন মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। নগরজুড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে সাজানো হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে