কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস তারেক রহমানের
রাজধানীর কড়াইল বস্তিবাসীদের মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা করতে সেখানে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, কড়াইলের দীর্ঘদিনের বাসিন্দাদের নাম নিবন্ধনের মাধ্যমে এসব ফ্ল্যাট তাদের মালিকানায় হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এ প্রতিশ্রুতি দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।
বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এবং অতীতে দল যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, জনগণের সঙ্গে দেওয়া অঙ্গীকার রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক বলেন, কড়াইলবাসীর বসবাসের সংকটের বিষয়ে তিনি অবগত আছেন এবং এই সমস্যার স্থায়ী সমাধান ধাপে ধাপে বাস্তবায়ন করতে চান। তিনি বলেন, কড়াইল এলাকায় উঁচু ও আধুনিক বহুতল ভবন নির্মাণ করে বসবাসরত পরিবারগুলোর জন্য ছোট আকারের ফ্ল্যাট তৈরি করা হবে।
তারেক রহমান বলেন, এখানে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, বিশেষ করে আদিবাসী ও পুরোনো বাসিন্দাদের নাম নিবন্ধনের মাধ্যমে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্ল্যাট দেওয়া হবে। ফ্ল্যাটগুলো তাদের নামেই হস্তান্তর করা হবে, যাতে রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ শহরে এই এলাকার মানুষের একটি স্থায়ী মাথা গোঁজার ঠাঁই হয়।
শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, কড়াইল এলাকার শিশুদের লেখাপড়া, খেলাধুলা এবং চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত করতে বিএনপি পরিকল্পিতভাবে কাজ করতে চায়। তিনি জানান, বিএনপির লক্ষ্য স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য বাস্তবায়নে কড়াইল এলাকাতেই ক্লিনিক ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
নারীদের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে তারেক বলেন, বিএনপির শাসনামলে নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ভবিষ্যতে নারীদের আরও আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে