Views Bangladesh Logo

আমাকে মাননীয় বলবেন না: সাংবাদিকদের তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, “দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।”

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে মতবিনিময় সভায় ঢাকার একজন সাংবাদিকনেতা বিএনপির প্রধানকে ‘মাননীয়’ বললে প্রতিক্রিয়ায় তারেক রহমান এ কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণ মন দেশেই ছিল।

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ