সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে বুধবার রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন । বাংলাদেশ বিমানের বিজি-২২৭ ফ্লাইটে তিনি বিমানবন্দরে নামেন। ওই সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্ত্রী ডা. জুবায়দা রহমানসহ কেন্দ্রীয় নেতারা।
বিমানবন্দর থেকে নেমে সরাসরি শাহজালাল (রহ.) মাজারের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। মাজার জেয়ারত শেষে বিমানবন্দরে পার্শ্ববর্তী গ্রান্ড হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রিযাপন করবেন তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির চেয়ারম্যানের একাধিক উপদেষ্টা, বিভিন্ন আসনের প্রার্থী এবং শীর্ষনেতারা। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন মাজার জিয়ারত শেষে হোটেলে যাবেন তারেক রহমান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে