ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে পৌঁছেছেন। ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে দুপুরে তিনি শহরে প্রবেশ করেন।
তারেক রহমান কিছুক্ষণের জন্য জেলা সার্কিট হাউজে বিশ্রাম নেবেন এবং পরে জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে স্থানীয় নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। দলীয় সূত্র জানায়, এই বিদ্রোহী আসনের অন্তত পাঁচটিতে তাদের জয়লাভের সম্ভাবনা রয়েছে।
সমাবেশে আসা নেতাকর্মীরা জানান, শহর ও জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে অংশ নিচ্ছে।
সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে ময়মনসিংহ শহরের বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় বড় ছবি।
জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে যাবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে