Views Bangladesh Logo

ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন তানিয়ার, সঙ্গে সুস্থ জীবনচর্চার বার্তা

 VB  Desk

ভিবি ডেস্ক

ড়ালেখার পাশাপাশি সুস্থ জীবনযাপনকে সমান গুরুত্ব দিচ্ছেন তরুণী তানিয়া ইসলাম শাহীন। নিয়মিত শরীরচর্চাকে দৈনন্দিন রুটিনের অংশ করে নেওয়া তানিয়ার বিশ্বাস, সুস্থ শরীর ও মানসিক চাঙাভাব বজায় রাখতে ব্যায়ামের বিকল্প নেই।

চট্টগ্রামে বেড়ে ওঠা তানিয়া বর্তমানে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছেন। ছোটবেলা থেকেই রং, কাপড় ও নকশার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি ভবিষ্যৎ পেশা হিসেবে ফ্যাশন ডিজাইনকে বেছে নেন। পড়াশোনার পাশাপাশি নিজেকে ফিট ও কর্মক্ষম রাখতে নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন তিনি।

তানিয়া ইসলাম শাহীন মনে করেন, সুস্থ জীবনচর্চা শুধু মডেল বা ক্রীড়াবিদদের জন্য নয়। গৃহিণী, শিক্ষিকা কিংবা চাকরিজীবী—সব শ্রেণি-পেশার মানুষের জন্যই সুস্থ দেহ ও মন অত্যন্ত জরুরি। আর এ সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত ব্যায়ামকে অভ্যাসে পরিণত করা প্রয়োজন।


নিজের জীবনধারার মাধ্যমেই অন্যদের স্বাস্থ্য সচেতন হতে উদ্বুদ্ধ করতে চান তানিয়া। তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতেও সহায়তা করে।

ভবিষ্যতে একজন সফল ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন তানিয়া ইসলাম শাহীন। একই সঙ্গে সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ