ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল টাংগাইলের শাড়ি বুনন শিল্প
টাংগাইলের ঐতিহ্যবাহী শাড়ি বুনন শিল্পকে ইউনেস্কো ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এই কনভেনশনের আওতায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন এবং পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ার পর চার বছরে দেশের দ্বিতীয় অর্জন।
বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা ও ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি, স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এটি বাংলাদেশের জন্য এক অসামান্য গৌরব। দুই শতাব্দীরও বেশি সময় ধরে টাংগাইলের তাঁতিদের সৃজনশীল শিল্পকর্ম আজ বৈশ্বিক স্বীকৃতি পেল। বাংলাদেশের নারীদের নিত্যপরিধেয় টাংগাইল শাড়িই এই স্বীকৃতির পিছনে বড় অনুপ্রেরণা।” তিনি এই অর্জন দেশের সকল তাঁতি ও নারীদের প্রতি উৎসর্গ করেন।
রাষ্ট্রদূত তালহা আরও জানান, এই স্বীকৃতি বাংলাদেশের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে নতুন মাত্রা যোগ করবে। তার মতে, বাংলাদেশে এমন আরও বহু ঐতিহ্য রয়েছে যা যথাযথ নথিপত্র ও সক্ষমতা বৃদ্ধি পেলে ইউনেস্কোর স্বীকৃতি পেতে পারে।
এদিকে ৭ ডিসেম্বর চলমান সভার উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর। অনুষ্ঠানে যোগ দেন ইউনেস্কোর নবনিযুক্ত মহাপরিচালক খালেদ এল এনানি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে