Views Bangladesh Logo

ইসলামাবাদে হামলার স্বীকার তালেবানের, পাকিস্তানের অভিযোগ ভারতের দিকে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে দেশটির জঙ্গিগোষ্ঠী পাকিস্তান তালেবান। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তাদের এক যোদ্ধা এই হামলা চালিয়েছে বিচার বিভাগের কর্মকর্তাদের লক্ষ্য করে। ইসলামাবাদে এ হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

তালেবান তাদের বিবৃতিতে আরও জানায়, পাকিস্তানের অনৈসলামিক আইনের অধীনে যারা রায় প্রদান করছেন— সেই বিচারক, আইনজীবী ও কর্মকর্তারাই ছিল তাদের প্রধান লক্ষ্য। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, মুসলিমপ্রধান পাকিস্তানে ইসলামী শরিয়া আইন কার্যকর না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে।

অন্যদিকে, এই হামলার জন্য ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ভারতের সমর্থিত বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ভারতকে এ অঞ্চলে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর মতো জঘন্য কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হামলার পর আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে বলেন, কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে। কিন্তু ইসলামাবাদে এই হামলা আসলে কাবুলের একটি বার্তা, যার জবাব দিতে পাকিস্তান সম্পূর্ণ সক্ষম। তিনি এই হামলাকে দেশের জন্য একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। কেউ যদি মনে করে, পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্ত বা বেলুচিস্তানের প্রত্যন্ত এলাকায় যুদ্ধ করছে, তবে আজকের ইসলামাবাদের আদালত চত্বরে হামলাটি তাদের জন্য কঠিন বার্তা বহন করছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ