Views Bangladesh Logo

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

জাপানের ইতিহাসে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে অনুষ্ঠিত ভোটে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন, যা জাপানের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা করেছে।

৬৪ বছর বয়সী এই রক্ষণশীল রাজনীতিক ৪৬৫ আসনের নিম্নকক্ষের নির্বাচনে ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। মঙ্গলবার সন্ধ্যায় উচ্চকক্ষের অনুমোদনের পর তিনি আনুষ্ঠানিকভাবে জাপানের ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তাকাইচি গত মাসে নির্বাচনী পরাজয়ের পর পদত্যাগ করা শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হচ্ছেন।

একসময় হেভি মেটাল ব্যান্ডে ড্রাম বাজানো তাকাইচি গত ৪ অক্টোবর জনসমর্থন হ্রাসের প্রেক্ষাপটে দীর্ঘদিন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব গ্রহণ করেন। তবে তার রক্ষণশীল অবস্থান ও দলটির অর্থ কেলেঙ্কারি নিয়ে বিতর্কের কারণে জোটসঙ্গী কোমেইতো দল তাদের থেকে সরে যায়।

পরিস্থিতি সামাল দিতে তাকাইচি ডানপন্থী জাপান ইনোভেশন পার্টি (জেআইপি)-র সঙ্গে নতুন জোট গঠন করেন। এই দলটি ভোগ্যপণ্যে কর বাতিল এবং সংসদ সদস্যের সংখ্যা হ্রাসের পক্ষে অবস্থান নিয়েছে।

নতুন দায়িত্বে নিজের লক্ষ্য তুলে ধরে তাকাইচি বলেন, ‘জাপানের অর্থনীতি আরও শক্তিশালী করব, এবং এমন এক দেশ গড়ব, যা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্বশীল হবে।’

তার জন্মস্থান নারার ৭৬ বছর বয়সী অবসরপ্রাপ্ত তোরু তাকাহাশি বলেন, ‘তিনি নারী বলে নয়, নিজের যোগ্যতায় এগিয়েছেন। তিনি জানেন কী সঠিক আর কী ভুল—এমন দৃঢ়চেতা নেতা জাপানের প্রয়োজন ছিল।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ