তাইওয়ানের আকাশ ও জলসীমায় ৩৪টি চীনা সামরিক বিমান ও ১২টি জাহাজ শনাক্ত
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাইওয়ানের চারপাশে ৩৪টি চীনা সামরিক বিমান, ১১টি নৌযান এবং একটি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে। খবর তাইওয়ান নিউজের।
এমএনডির তথ্যমতে, ৩৪টি পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) বিমানের মধ্যে ১৮টি তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করে উত্তর, মধ্য, দক্ষিণ-পশ্চিম ও পূর্বাঞ্চলের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল (এডিআইজি)-এ প্রবেশ করে।
এর জবাবে তাইওয়ান পরিস্থিতি পর্যবেক্ষণে বিমান, নৌযান এবং উপকূলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে।
চলতি মাসে এ পর্যন্ত তাইওয়ান মোট ১৩৮ বার চীনা সামরিক বিমান এবং ১১২ বার নৌযান শনাক্ত করেছে। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চীন ধীরে ধীরে তাইওয়ানের আশপাশে সামরিক বিমান ও নৌযানের সংখ্যা বাড়িয়ে তথাকথিত ‘গ্রে জোন কৌশল’ প্রয়োগ জোরদার করেছে।
‘গ্রে জোন কৌশল’ বলতে এমন প্রচেষ্টা বা ধারাবাহিক কার্যক্রমকে বোঝায়, যা সরাসরি ও বৃহৎ পরিসরের সামরিক শক্তি ব্যবহার না করেই নিরাপত্তা সংক্রান্ত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে