কাল শেখ হাসিনার মামলার রায়
পুরো সুপ্রিম কোর্ট এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ পুরো সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঠেকে দেওয়া হয়েছে। সোমবারের এ রায় ঘিরে রোববার সন্ধা থেকেই ওই এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নাশকতামূলক অপতৎপরতা প্রতিহত করতে নেওয়া হয়েছে সমন্বিত নিরাপত্তা ছক।
এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সাংবাদিকদের জানান, মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো শঙ্কা দেখছি না। তবে সুপ্রিম কোর্ট এলাকাসহ দেশজুড়ে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।
এই রায়ের উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা সারা দেশে শাটডাউন কর্মসূচি ঘিরে চালানো ককটেল হামলা ও আগুনসন্ত্রাসের প্রতিহত করতে সারা দেশে পুলিশ সুপারদের (এসপি) বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর প্রতিটি মোড়ে চোখে পড়ছে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থান। সোমবার রায়ের দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ পুরো সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
তারা আরো জানায়, সোববার রাজধানীসহ আশপাশের জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো নাশকতা ঠেকাতে পুলিশের চেকপোস্ট জোরদার করা হবে। ফুট প্যাট্রলিং ও মোবাইল প্যাট্রলিং বাড়ানো হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি থাকবে সম্ভাব্য সব জায়গায়। রাজধানীর হোটেল, মোটেল, মেস ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসাবাড়িতেও রেড দেওয়া হবে। এছাড়া জেলা ও উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রা ঠেকাতে আগে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে