Views Bangladesh Logo

সুদানে ভূমিধসে ১ হাজার মানুষের মৃত্যু, দাবি বিদ্রোহী গোষ্ঠীর

সুদানের প্রত্যন্ত মারা পর্বতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ১ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি।

এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি বলেছে, রোববার কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস ঘটে, যা তারাসিন গ্রামকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এবং সেখানে মাত্র একজন জীবিত রয়েছেন।

জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে জরুরি মানবিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি।

সুদানের সেনাবাহিনী এবং আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে যুদ্ধের কারণে উত্তর দারফুরের হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ মারা পর্বতে আশ্রয় নিয়েছিল।

উল্লেখ্য, ২০২৩ সালে এপ্রিলে শুরু হওয়া গৃহযুদ্ধ দারফুরে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে এবং গণহত্যার অভিযোগ তৈরি করেছে। গত বছর একজন মার্কিন কর্মকর্তা অনুমান করেছিলেন, এই সংঘাতে এখন পর্যন্ত দেড় লক্ষ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

যে অঞ্চলে ভূমিধস ঘটেছে, তা নিয়ন্ত্রণ করে সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মির একাংশ। তারা সুদানের সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আরএসএফের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে।

দারফুরের অনেক বাসিন্দা আরএসএফ এবং তাদের সহযোগী মিলিশিয়াদের বিরুদ্ধে জাতিগতভাবে বৈচিত্র্যপূর্ণ এই অঞ্চলটিকে একটি আরব-শাসিত অঞ্চলে রূপান্তরিত করার চেষ্টার অভিযোগ এনেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ