Views Bangladesh Logo

গভীর রাতে আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাত পর্যন্ত চলা এ ঘটনায় অন্তত সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন।

চকবাজার থানার এসআই আশরাফুল ইসলাম জানান, রাত ১২টার দিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা মাদরাসা প্রাঙ্গণে গিয়ে নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত আড়াইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।

তবে সংঘর্ষের মূল কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও তিনি বলেন, 'শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত, বাইরের কেউ জড়িত নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।'

অন্যদিকে, চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠনের মিলাদ মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং একটি ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়। এতে অন্য পক্ষের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পড়ে এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় মাদরাসা প্রাঙ্গণ থেকে রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আহত সাত শিক্ষার্থী - সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুলকে (২২) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, আহতদের সবার মাথায় আঘাত রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

পরবর্তীতে পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ