রাজসাক্ষী মামুনের পাঁচ বছরের কারাদণ্ড
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনেরও। তিনি সর্বোচ্চ শাস্তির অপরাধ করলেও এ মামলায় রাজসাক্ষী হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
‘মিসকেস’থেকে এ মামলার রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে ৩৯৭ দিন। ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে ঐতিহাসিক এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এ ছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হয়। পাশাপাশি ঢাকার ১০টি পয়েন্টে বড় পর্দায় দেখানো হয় এই রায় ঘোষণা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে