Views Bangladesh Logo

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক

মার্কিন হামলার পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার জনগণ এই সেবা বিনা খরচে ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী স্টারলিংক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, এখন থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলায় বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া হবে।

পোস্টে আরও বলা হয়, ভেনেজুয়েলায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত রাখার প্রতিশ্রুতি দিয়েছে স্টারলিংক। দেশটিতে অনলাইন সেন্সরশিপের অভিযোগ রয়েছে। এর আগে মাদুরো সরকার ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।

স্টারলিংক হলো স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যার মূল মালিকানা প্রতিষ্ঠান স্পেসএক্স। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক।

এর আগে ভেনেজুয়েলায় ইন্টারনেট ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ, ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ধীরগতির সংযোগের অভিযোগ একাধিকবার সামনে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ