Views Bangladesh Logo

বিশ্বজুড়ে স্টারলিংক সেবা বিভ্রাট

বিশ্বজুড়ে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বিভ্রাটের সম্মুখীন হচ্ছে। এতে করে কয়েক হাজার গ্রাহক ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশের স্থানীয় সময় রাত ২টার দিকে এমন ঘটনা দেখা যায়। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।

স্টারলিংকের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়, ‘স্টারলিংক বর্তমানে একটি নেটওয়ার্ক বিভ্রাটের মধ্যে রয়েছে এবং আমরা সক্রিয়ভাবে সমাধান করার চেষ্টা করছি। আমরা আপনার ধৈর্যের প্রশংসা করি, এই সমস্যাটি সমাধান হয়ে গেলে আমরা একটি আপডেট আপনাদের জানাব।’

স্টারলিংক একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। ধনকুবের ইলন মাস্ক প্রতিষ্ঠিত আমেরিকান মহাকাশ সংস্থা স্পেসএক্সের একটি অঙ্গপ্রতিষ্ঠান। বিশ্বব্যাপী তারবিহীন ব্রডব্যান্ড সরবরাহের লক্ষ্যে নেটওয়ার্কটি প্রায় ১৪০টি দেশ এবং অঞ্চলে কভারেজ দিয়ে থাকে।

স্টারলিংক ব্যবহারকারী বিভিন্ন দেশ থেকে পোস্ট দিয়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের কথা জানাচ্ছেন। আবার কেউ কেউ মশকরা করে লিখছেন যে ‘ইলন মাস্ক কী ইলেকট্রিক বিল দিতে ভুলে গেল?’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ