Views Bangladesh Logo

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়ায়’ মৃতের সংখ্যা বেড়ে ২১২

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়া-র কারণে মৃতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে এবং এখনও ২১৮ জন নিখোঁজ আছেন বলে সোমবার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। টানা চারদিন ধরে উদ্ধার অভিযান চলছে। বন্যার পানিতে একটি বাঁধ ভেঙে গেছে এবং প্রায় এক মিলিয়ন মানুষ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে দ্বীপটির বিভিন্ন অঞ্চলে ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে প্রায় দুই লাখ মানুষকে ঠাঁই নিতে হয়েছে। কেন্দ্রীয় পাহাড়ি এলাকায় একাধিক ভূমিধস হয়েছে, আর নদীর পানি উপচে পড়ে বহু শহর প্লাবিত হয়েছে।

২৪ হাজারেরও বেশি সেনা ও পুলিশ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। পূর্বাঞ্চলে মাভিল আরু রিজার্ভয়ার বাঁধে ফাটল ধরার পর বিমানবাহিনী ১২০ জনের বেশি মানুষকে বিমানযোগে উদ্ধার করেছে এবং প্রায় ২,০০০ মানুষকে নিরাপদ উঁচু জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

বাণিজ্যিক রাজধানী কলম্বোসহ মারাত্মক ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এখনো বহু পরিবার ঘরবন্দি। কেলানিয়া উপশহরসহ বিভিন্ন এলাকায় সরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবীদের রান্না করা খাবার দেওয়া হলেও অনেক বাসিন্দা তা যথেষ্ট নয় বলে অভিযোগ করছেন। বাড়িঘর থেকে পানি নামার অপেক্ষায় ১৭,০০০-এরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

কর্তৃপক্ষ আশা করছে, ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হওয়ায় আগামী তিন দিনের মধ্যে ধীরে ধীরে বন্যার পানি কমতে থাকবে। বিদ্যুৎ, পানি ও যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার করা হচ্ছে, কারণ প্রচুর ট্রান্সমিশন লাইন ও ট্রান্সফরমার ভেসে গেছে।

এদিকে প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংশ্লিষ্ট অতিবৃষ্টির কারণে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড মিলিয়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। বাস্তুচ্যুত লাখো মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ