দুইবার নতুন বছর উদযাপন করলেন বিশেষ ফ্লাইটের যাত্রীরা
নতুন বছর উদযাপনের অভিজ্ঞতাকে আরও অসাধারণ করে তুলেছে কিছু বিশেষ ফ্লাইটের যাত্রীরা, যারা আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে ২০২৬ সালে পা রাখার পর আবারও ২০২৫ সালে ফিরে গিয়ে দ্বিতীয়বার নববর্ষ উদযাপন করেছেন।
অ্যাভিয়েশন ডেটা প্ল্যাটফর্ম ওএজি জানিয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি মোট ১৪টি যাত্রীবাহী বিমান উড্ডয়ন করে এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর গন্তব্যে পৌঁছায়। এর মধ্যে অন্যতম ছিল ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট সিএক্স৮৮০ (বোয়িং ৭৭৭), যা ১ জানুয়ারি রাত ১২:৩৪ মিনিটে হংকং থেকে উড্ডয়ন করে এবং আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে ৩১ ডিসেম্বর রাত ৯:২৮ মিনিটে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করে।
ফলে এই ফ্লাইটের যাত্রীরা একদিনেই দুইবার নববর্ষ উদযাপন করতে পেরেছেন—মাঝ আকাশে প্রথমবার এবং লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয়বার। ঘড়ির সময় ও আন্তর্জাতিক তারিখ রেখার কারণে এই বিরল ঘটনা সম্ভব হয়েছে।
নেটিজেনরা এই অভিজ্ঞতাকে ‘বাস্তব জীবনের টাইম ট্রাভেল’ হিসেবে বর্ণনা করেছেন। ইউনাইটেড এয়ারলাইন্সও তাদের সোশ্যাল মিডিয়ায় যাত্রীদের এই বিশেষ মুহূর্তের শুভেচ্ছা জানিয়েছে। ফ্লাইট কিছুটা বিলম্বিত হওয়ায় যাত্রীরা দ্বিতীয়বার পার্টি করার আরও সময় পেয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে