Views Bangladesh Logo

আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি ছাড়ার নির্দেশ দিল সোমালিয়া

লোহিত সাগর ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (আমিরাত) সঙ্গে করা সব ধরনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সোমালিয়া। এর ফলে সোমালিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ বন্দর থেকে আমিরাতকে সরে যেতে নির্দেশ দিয়েছে সেদেশের সরকার। সরকার বলছে, দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ন করার অভিযোগের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমালিয়ার এক জ্যেষ্ঠ সরকারি সূত্র ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমের দেখা নথি অনুযায়ী, সোমবার মোগাদিশু সরকার আমিরাতের সঙ্গে করা সব চুক্তি বাতিল করে। এতে ফেডারেল সরকার, সংশ্লিষ্ট সংস্থা ও আঞ্চলিক প্রশাসনের সঙ্গে করা সব ধরনের সমঝোতা অন্তর্ভুক্ত রয়েছে। নথিতে বলা হয়, বেরবেরা, বসাসো ও কিসমায়ো বন্দরে আমিরাতের সঙ্গে চলমান সব সহযোগিতা এ সিদ্ধান্তের আওতায় পড়বে।

এ ছাড়া সোমালিয়ার মন্ত্রিসভা আমিরাতের সঙ্গে করা দ্বিপক্ষীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাসহ সব চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ন করার বিষয়ে ‘গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ’ পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির অনেক নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষক মন্তব্য করেছেন, এটি সঠিক পথে একটি পদক্ষেপ। সোমালিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজোও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তবে এ বিষয়ে আমিরাতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে সোমালিল্যান্ড সরকারের এক মন্ত্রী সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেন, বেরবেরা সোমালিল্যান্ডের অভ্যন্তরীণ বিষয় এবং আমিরাত তাদের ‘বিশ্বস্ত মিত্র’। তার দাবি, মোগাদিশুর সিদ্ধান্ত বাস্তবতায় কোনো প্রভাব ফেলবে না।

এরই মধ্যে জানা গেছে, আমিরাত সোমালিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে তাদের সেনা ও সরঞ্জাম সরিয়ে নিচ্ছে। এর মধ্যে পুন্তল্যান্ড অঞ্চলের বসাসো শহরের ঘাঁটিও রয়েছে, যেখান থেকে সুদানের র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসে সরবরাহ পাঠানোর অভিযোগ রয়েছে। সোমালিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আমিরাত তাদের নিরাপত্তা সদস্য ও সামরিক সরঞ্জাম প্রতিবেশী ইথিওপিয়ায় সরিয়ে নিচ্ছে। তবে পুন্তল্যান্ড প্রশাসন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ