যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাইদ
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের সোমা এস সাইদ। পাশাপাশি তিনি কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবেও ইতিহাস সৃষ্টি করেছেন।
বুধবার (৫ নভেম্বর) রাতে যুক্তরাজ্যে বসবাসরত তার পরিবার সদস্য বুরহান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমা সাইদ প্রায় ২ লাখ ৬০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই অর্জনকে তিনি নিজের পরিবার, সমাজ এবং বাংলাদেশের জন্য একটি বিজয় হিসেবে বর্ণনা করেছেন।
সোমা সাইদ ২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে শহরের আইনি ও নাগরিক পরিমণ্ডলে তিনি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছেন।
তিনি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। পিতা আফতাব উদ্দিন সাইদ বাংলাদেশের একজন ম্যাজিস্ট্রেট ছিলেন এবং মা ছিলেন প্রধান শিক্ষিকা। তিনি এবং তার স্বামী মিজান চৌধুরী বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করছেন। মিজান চৌধুরী বাংলাদেশের মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছেন এবং নিউ ইয়র্ক স্টেটে আইটি বিশেষজ্ঞ, রাজনৈতিক কৌশলবিদ ও সমাজসেবী হিসেবে পরিচিত।
বিচারপতি সোমা সাইদ বৈচিত্র্য, প্রতিনিধিত্ব ও ন্যায়বিচারের প্রতি তার অঙ্গীকারের জন্য সুপরিচিত। তিনি নিউ ইয়র্কের আইনি অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে- নিউ ইয়র্ক সিটি সম-অধিকার প্রয়োগ পরিষদের সহ-সভাপতি, নিউ ইয়র্ক সিটি ন্যায়বিচারের অধিকার পরিষদের বোর্ড সদস্য এবং নিউ ইয়র্ক মার্কিন-এশীয় বিচারকদের সংস্থার সদস্য।
এছাড়া, তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে