চানখারপুলে ৬ হত্যা: আটজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন
জুলাই গণআন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন।
ষষ্ঠ দিনের মতো বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন রাজধানীর নিউমার্কেটের দোকানি মো. টিপু সুলতান ও মো. মনিরুজ্জামান। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, শহিদুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে