Views Bangladesh Logo

শীতের রোদে ত্বক পুড়ছে? ঘরোয়া উপায়ে মিলবে সহজ সমাধান

 VB  Desk

ভিবি ডেস্ক

শীতের উষ্ণ রোদে গা ভিজিয়ে নিতে অনেকেই বাইরে বের হন। ঠান্ডার দিনে আরামদায়ক রোদ উপভোগ করতে গিয়ে অনেকেই ছাতা ব্যবহার করেন না, এমনকি সানস্ক্রিন লাগানোও বাদ পড়ে যায়। ফলে ত্বকে পড়ে রোদের দাগ, শুষ্কতা ও জ্বালা–পোড়ার সমস্যা। ত্বকের এই ক্ষতি কমাতে সাহায্য করতে পারে কিছু সহজ ও ঘরোয়া স্কিনকেয়ার টিপস।

নিচে রইলো ত্বকের পোড়া দাগ বা রোদে কালচেভাব দূর করার কয়েকটি উপায়—

টক দই–বেসন প্যাক
টক দই এবং বেসন সমান পরিমাণে মিশিয়ে মুখ, গলা ও হাত–পায়ে লাগিয়ে শুকাতে দিন। ১৫–২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২–৩ দিন ব্যবহার করলে রোদের পোড়া দাগ হালকা হয় এবং ত্বক উজ্জ্বল দেখায়।

অ্যালোভেরা–মধুর মিশ্রণ

অ্যালোভেরা জেল ও মধু মিশিয়ে ত্বকে লাগালে রোদে পোড়া দাগ কমে এবং ত্বক পায় কোমলতা। কয়েক মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আলুর রস
আলুর রসে আছে প্রাকৃতিক ব্লিচিং গুণ। গ্রেট করা আলু থেকে রস বের করে কালচেভাবযুক্ত স্থানে লাগিয়ে ১৫ মিনিট রেখে হালকাভাবে ঘষে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার ত্বক পরিষ্কার করতে সাহায্য করবে।

দুধের সর ও হলুদ
দুধের সরের সঙ্গে অল্প পরিমাণ হলুদ মিশিয়ে ত্বকে লাগালে শীতের রুক্ষতা কমে এবং ত্বক ফিরে পায় আর্দ্রতা। পাশাপাশি রোদে হওয়া দাগও হালকা হয়।

দুধ–কেশর প্যাক
কেশর কয়েকটি দুধে ভিজিয়ে রেখে সেই দুধ ত্বকে লাগান। ত্বকের কালচেভাব কমাতে ও নরম করতে দারুন কার্যকর।

মুলতানি মাটি–গোলাপজল
মুলতানি মাটি ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। পরিষ্কার মুখে লাগিয়ে শুকালে ধুয়ে ফেলুন। এটি ত্বককে করে তুলবে সতেজ ও ঝকঝকে।

শীতের রোদ উপভোগ করতে চাইলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, ময়শ্চারাইজার ব্যবহার ও ছাতা বা টুপির অভ্যাস ত্বককে রক্ষা করবে সারা মৌসুমজুড়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ