Views Bangladesh Logo

আগারগাঁওয়ে গ্যাস লাইনের বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ

রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), ছেলে আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬)।

দগ্ধদের ঢামেকে নিয়ে আসা আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেটের ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশে একটি বাসায় পরিবারসহ থাকেন। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ছয়জনই দগ্ধ হন। পরে সকাল পৌনে ৮টার দিকে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালেই আগারগাঁও এলাকা থেকে দগ্ধ ছয়জনকে বার্ন ইউনিটে আনা হয়েছে। তাদের ড্রেসিং চলছে, ফলে এখনই দগ্ধের মাত্রা নির্ধারণ করা সম্ভব নয়। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ