তুরস্কের পারফিউমের গুদামে আগুন, নিহত ৬
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পারফিউমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার ভোরে কোকায়েলি প্রদেশের দিলোভাসি শিল্পাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটি হাবার জানায়, ভোরের দিকে গুদামটিতে আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মী, উদ্ধারকারী দল ও পৌরসভার কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালান।
আঞ্চলিক গভর্নর ইলহামী আক্তাশ জানান, 'দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনায় আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন আছেন।'
এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, অগ্নিকাণ্ডে দু’জন আহত হয়েছেন।
তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি প্রচারিত ভিডিওতে দেখা যায়, গুদাম হিসেবে ব্যবহৃত ভবনটির দুই তলা সম্পূর্ণ আগুনে ধ্বংস হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্তে একটি কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন গভর্নর।
ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত দিলোভাসি তুরস্কের অন্যতম বৃহৎ শিল্পনগরী, যেখানে অসংখ্য গুদাম ও কারখানা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে