বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে সেরা গায়িকা শিল্পী আক্তার রিয়া
বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন শিল্পী আক্তার রিয়া। গত শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চতুর্থ আসরে সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। সম্মাননা তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও অভিনেতা আজিজুল হাকিম।
গাজীপুরের এই গায়িকা জানান, স্বীকৃতিটি তার আত্মবিশ্বাস ও দায়িত্ব আরও বাড়িয়েছে। পরিবারই তার সংগীতজীবনের প্রধান অনুপ্রেরণা। ‘প্রেমে অনেক ঝাল’, ‘কাঙ্গালিনী’ এবং ‘আমার দিলের মাঝে’ গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি। দেশের বাইরে একাধিক দেশেও পারফর্ম করেছেন রিয়া।
বগুড়ায় জন্ম নেওয়া ও গাজীপুরে বেড়ে ওঠা আক্তার রিয়া বর্তমানে গুলশানে বসবাস করেন। সংগীতেই নিজের ভবিষ্যৎ এগিয়ে নিতে চান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে