Views Bangladesh Logo

ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তিনটি শীর্ষ পদেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ফলাফলে দেখা যায়, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পান ৩ হাজার ৮৮৪ এবং উমামা ফাতেমা পান ৩ হাজার ৩৮৯ ভোট।

জিএস পদে এস এম ফরহাদ জয়ী হয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এদিকে, এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে। ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।

এবারের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ ও ভোটদানের হার ছিল উল্লেখযোগ্য। তবে ফলাফল ঘিরে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে—কেউ আনন্দ উদযাপন করেছেন, আবার কেউ ফল প্রত্যাখ্যান করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ