Views Bangladesh Logo

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘অত্যন্ত উদ্বেগজনক’: শশী থারুর

ভারতের কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মৃত্যুদণ্ডের রায় ‘অত্যন্ত উদ্বেগজনক’। তিনি দাবি করেছেন, এই রায় তাকে বিস্মিত ও আতঙ্কিত করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এর আগে সোমবার ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত অবস্থায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। গত বছরের আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

শশী থারুর সাংবাদিকদের বলেন, ‘আমি মৃত্যুদণ্ডের পক্ষপাতী নই—তা সে দেশের ভেতরে হোক বা বাইরে। তাই এই রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে। অন্য দেশের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করা ঠিক নয়, তবে এটুকু বলতে হয়—এটা কোনো ইতিবাচক ঘটনা নয়। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।’

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ১৪০০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেন।

একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, যিনি রাজসাক্ষী হয়েছেন, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ