কানেক্ট লাইভ টোকিও সম্মেলনে অংশ নেবেন শাকিল
গুগল ম্যাপে অবদান রাখায় ‘কানেক্ট লাইভ টোকিও-২০২৫’ সম্মেলনে অংশ নিতে জাপান যাচ্ছেন ঢাকার ছেলে শাকিল আখতার খান। ২৩ থেকে ২৫ জুলাই দেশটির রাজধানী টোকিওতে হবে এ সম্মেলন।
গুগল ম্যাপের জন্য কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা সম্মেলনে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন। সেখানে গুগল ম্যাপসে বাংলাদেশের অবদান তুলে ধরবেন শাকিল।
দেশের সবচেয়ে বড় এনটিটিএন কোম্পানি ফাইবার@হোম এ ফাংশনাল হেড আইটি হিসাবে কর্মরত শাকিল। একই সাথে বহু বছর ধরে আইটি সেক্টরে অনবদ্য অবদান রেখে যাচ্ছেন।
গুগল লোকাল গাইড হিসেবে গুগল ম্যাপের মানোন্নয়ন ও তথ্য হালনাগাদ করেছেন শাকিল। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিয়ে গুগল ম্যাপে অনবদ্য অবদান রেখেছেন তিনি। এখন দেশের গুগল ম্যাপ ব্যবহারকারী ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য আরও তথ্যসমৃদ্ধ ও আপডেটেড কার্যকরী ম্যাপিং সিস্টেম তৈরিতে কাজ করছেন এই তরুণ তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে