শহিদুল আলমসহ ফ্লোটিলা থেকে আটকদের ইসরায়েলের কেটজিওট কারাগারে স্থানান্তর
গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলার নৌবহরে থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ড. শহিদুল আলম এবং অন্যান্য আন্তর্জাতিক কর্মীদেরকে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেটজিওট কারাগারে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফ্লোটিলার সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, মানবাধিকার রক্ষাকারী এবং নাবিকদের ইসরায়েলি বাহিনী প্রথমে আশদোদ বন্দরে নিয়ে যায়। এরপর দক্ষিণ ইসরায়েলের এই কারাগারে তাদের স্থানান্তরিত করা হয়।
আটক ব্যক্তিরা আদালাহ’র আইনজীবীদের জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর হাতে জাহাজ জব্দের পর তারা সহিংসতা ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন।
দৃকের বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনিরা প্রতিদিন আরও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হন।’
মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, বর্তমানে কেটজিওট কারাগারে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন। ফ্রিডম ফ্লোটিলার সব কর্মী এবং ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দৃক।
প্রতিষ্ঠানটির বিবৃতির শেষাংশে সংহতির বার্তা দিয়ে বলা হয়, “ফিলিস্তিন মুক্ত হবে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে